বাংলাদেশের খবর

আপডেট : ০৪ August ২০১৯

সারিয়াকান্দিতে প্রশাসনের উদ্যোগে শিশু ও গো-খাদ্য বিতরণ

বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান বন্যা ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন ছবি : বাংলাদেশের খবর


বগুড়ার সারিয়াকান্দিতে কালিতলা গ্রোয়েন বাঁধে উপজেলা প্রশাসনের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শিশু খাদ্য খামারীর মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে।

আজ রবিবার বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান ত্রাণ বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন।

এসময় ১হাজার পরিবারের মাঝে শিশু খাদ্য এবং ১হাজার খামারীর মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। শিশু খাদ্য হিসেবে প্রতি পরিবারে ২কেজি চিনি ও ১ কেজি করে সুজি এবং ১হাজার খামারীর মধ্যে ২৫ কেজি করে গো-খাদ্য বিতরণ করা হয়।

এসময উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য সাহাদারা মান্নান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তি ডাঃ রফিকুল ইসলাম তালুকদার. উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা একেএম ডাঃ মোঃ নূরে আলম সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারওয়ার আলম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাাধারণ সম্পাদক মতিউর রহমান মতি প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১