আপডেট : ০৪ August ২০১৯
আর ক’দিন পরেই পবিত্র ঈদ উল আযহা। অর্থাৎ কোরবানীর ঈদ। ঈদকে সামনে রেখে কোরবানী পশুর হাটগুলো জমজমাট হয়ে উঠেছে। গরুর ব্যাপারীরা গরু নিয়ে ছুটছেন এ হাট থেকে ও হাটে। এক উপজেলা থেকে অন্য উপজেলায়, এক জেলা থেকে অন্য জেলায়। আর কোরবানী গরু পরিবহণের জন্য তারা ব্যবহার করছেন শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ করিমন গাড়ি। দেখা গেছে একটি করিমনে ৪ থেকে ৬টি গরু বোঝাই করে ব্যাপারীরা জীবনের ঝুঁকি নিয়ে গাড়ির সামনে চালকের মাথার উপরের ছাদে বসে যাচ্ছে। যে কোন মূহুর্তে দূর্ঘটনা ঘটে হতাহতের ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে প্রশাসনের কোন প্রকার তদারকি নেই। গতকাল রবিবার চাটমোহরের অন্যতম পশুর হাট অমুতকুন্ডা হাটে গিয়ে দেথা যায় অসংখ্য করিমন গাড়ি এসেছে গরু নিয়ে। নাটোরের বড়াইগ্রাম থেকে আসা গরুর ব্যাপারী তোরাব আলী জানালেন, তারা ৫/৬ জন মিলে একটি করিমন ভাড়া করে ৫/৬ টি গরু নিয়ে পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন পশুর হাটে যাতায়াত করেন। জীবনের ঝুঁকি থাকলেও পরিবহণ খরচ কম, সহজে যাতায়াত ও ব্যবসার কারণেই এই গাড়ি নেওয়া হয়। এ অঞ্চলের সকল গরুর ব্যাপারীই এই গাড়িতে করে গরু পরিবহণ করে থাকেন বলে জানালের চাটমোহরের ব্যাপরী আঃ লতিফ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১