আপডেট : ০২ August ২০১৯
অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, নদী শাসন হতে হবে বিজ্ঞান ভিত্তির উপর। এক পক্ষকে রক্ষা করতে গিয়ে যেন অপর পক্ষ ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। আজ শুক্রবার সকালে লৌহজং উপজেলার খড়িয়া গ্রামের নদী ভাঙন এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। সম্প্রতি খড়িয়া গ্রামটি পদ্মা নদীর ব্যাপক ভাঙনের শিকার হয়ে শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙনরোধে ব্যবস্থা নিয়েছে। সেইসাথে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে নদীর স্রোত ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এতে এখন খড়িয়া গ্রাম ভাঙন থেকে রক্ষা পেলেও স্রোত এখন ১নং খড়িয়া, দক্ষিণ হলদিয়া ও সিংহেরহাটি গ্রাম তিনটিতে আঘাত করছে। এছাড়া শিমুলিয়াঘাটের কাছে জেগে ওঠা চর ড্রেজার দিয়ে কাঁটার ফলে একদিকে যেমন ফসলি জমি বিলীন হচ্ছে, অন্যদিকে নতুন করে বাড়িঘরও নদী ভাঙনের মুখে পড়েছে। ক্ষতিগ্রস্থ মানুষজন অ্যাটর্নি জেনারেলের উপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেন।এরই প্রেক্ষিতে মাহবুবে আলম উপরোক্ত বক্তব্যদেন। তিনি আরও বলেন, আমি এ এলাকার ভাঙনরোধে প্রধানমন্ত্রী ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। নদী ভাঙ্গন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, কনকসার ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক আবুল কালম আজাদ, ইউপি সদস্য জাকির হোসেন, মাহমুদুল হাসান সুজনসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১