বাংলাদেশের খবর

আপডেট : ০১ August ২০১৯

গুণবতী-পদুয়া সড়কের বেহাল দশা, পথচারীদের দুর্ভোগ

কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী-পদুয়া সড়কের গুণবতী বাজারের প্রবেমুখে সড়কের বেহাল দশা। ছবি : বাংলাদেশের খবর


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযুক্ত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী-পদুয়া সড়কের বেহাল দশা। বিশেষ করে ঐতিহ্যবাহী গুণবতী বাজারের প্রবেশমুখে সড়কের অবস্থা খুবই নাজুক। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে-সড়কটি সংস্কারের জন্য যেন কেউ নেই। ফলে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ পথচারীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, পদুয়া-গুণবতী সড়কের গুণবতী বাজারে প্রবেশ মুখে বিদ্যুৎ অফিস থেকে বাজার পর্যন্ত সড়কে বিশাল গর্ত তৈরী হওয়ায় সামান্য বৃষ্টিতে পানি জমে জলাশয়ের আকার ধারণ করে। যার ফলে যানবাহনসহ স্কুল-কলেজ, মাদরাসাগামী শিক্ষার্থী এবং বাজারে বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের যাতায়াতে চরম সমস্যা তৈরী হচ্ছে। এরমধ্যে চিকিৎসা সেবার জন্য আসা প্রসূতি মা, শিশু ও বৃদ্ধদের যাতায়াতের সমস্যার যেন অন্ত নেই।

সম্প্রতি কে বা কারা সড়কের দু’পাশের সামান্য যে অংশ ভালো রয়েছে; তারমধ্যে বড় বড় পাথর দিয়ে যাতায়তের বিঘ্ন তৈরী করে রেখেছে। এই যেন ‘মরার উপর খড়ার ঘা’। পাথরগুলো সরিয়ে ফেলাসহ সড়কটি সংস্কারে ভুক্তভোগী জনগণ সাবেক রেলেপথ মন্ত্রী মুজিবুল হক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরদাবি জানিয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১