বাংলাদেশের খবর

আপডেট : ০১ August ২০১৯

দোহারে ৬ কোটি ৬০ লক্ষ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

ঢাকার দোহার উপজেলায় জয়পাড়া বাজার থেকে ৩৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড ছবি : বাংলাদেশের খবর


ঢাকার দোহার উপজেলায় জয়পাড়া বাজার থেকে ৩৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড । যার বাজার মূল্যে প্রায় ৬ কোটি ৬০ লাখ টাকা।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার জয়পাড়া বাজারের ৫ টি দোকান থেকে থেকে ঐ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তা পুড়িয়ে ধংস করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার জয়পাড়া বাজারে বিপুল পরিমাণ অবৈধ করেন্ট জাল বিক্রীর উদ্যেশ্যে আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর লেফটেন্যান্ট স্টেশন কমান্ডার আসিফ, দোহার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র এবং দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মান্নান খানের যৌথ অভিযানে এ কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযান পরিচালনার সময় একটি দোকানের মালিককে কারেন্ট জাল বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমাণা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যেতি বিকাশ চন্দ্র। এসময় বাকি ৪টি দোকানের মালিক দোকান ফেলে পালিয়ে যায়। বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর লেফটেন্যান্ট স্টেশন কমান্ডার আসিফ বলেন আমাদের অভিযান অব্যহত থাকবে।

এবিষয়ে দোহার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন গত ১৭ থেকে ৩০ তারিখ পর্যন্ত মৎস্য সপ্তাহ পালন করেছি তারই অংশ হিসেবে সরকারি নিষেধাজ্ঞা ছিলো কারেন্ড জাল বিপপণ, বহন, উৎপাদন করা যাবে না। তারই ধারাবাহিকতায় সকালে জয়পাড়া বাজারে অভিযান চালিয়ে ৩৩ লাখ মিটার কারেন্ড জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। আমাদের কারেন্ড বিরোধী অভিযান অব্যহত থাকবে এবং সকল ব্যবসায়ীকে সতর্ক করে দিয়েছি যদি কোনো দোকানে কারেন্ড জাল পাওয়া যায় তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১