আপডেট : ০১ August ২০১৯
বগুড়ায় ভেজাল ,মেয়াদ উত্তীর্ণ ও রেজিষ্ট্রারবিহীন ওষুধের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান। আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত শহরের খান মার্কেট সহ আশেপাশের ৪টি ওষুধের দেকানে এ অভিযান পরিচালনা করা হয়। এমসয় লক্ষাধিক টাকা জরিমান করা হয়। ভ্রাম্যমান আদালত জানায়, ভেজাল ,মেয়াদ উত্তীর্ণ ও রেজিষ্ট্রারবিহীন ওষুধের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিছুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এই অভিযানে ড্রাগ সুপার, র্যাব বগুড়া ক্যাম্পের অধিনায়ক মেজর মোর্শেদ হাসান সহ অন্যান্যরা অংশ নেন। ভ্রাম্যমান আদালতের অভিযান শুরুর আগে বিক্ষুদ্ধ ওষুধ ব্যবসায়ীরা দোকান বন্ধ করে প্রতিবাদ জানায়। শহরের প্রধান ওষুধের মার্কেট -খান মার্কেট সহ বিভিন্ন ওষুধ মার্কেটের ওষুধ ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। দুপুর ১টার দিকে কিছু ওষুধের দোকান খুললে পুনারায় ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু হয়। তবে অভিযানের সময় শহরের অন্যতম ওষুধের মাকেট- খান মার্কেট ও পাশের ওষুধের মার্কেটের বেশির ভাগ ওষুধের দোকান বন্ধ থাকে। দুপুর ১২ টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে শহরের খান মার্কেটে র্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু করতে গেলে দোকানীরা বিক্ষুদ্ধ হয়ে ওঠেন। এর পরেই আশে পাশের ওষুধের মার্কেটের দোকান বন্ধ করে দিয়ে ওষুধের দোকানীরা শহরের সাতমথায় বিক্ষোভ করে। এসময় ড্রাগ এন্ড কেমিস্ট এ্যাসোসিয়েশনের বগুড়া শাখার শীর্ষ নেতৃবৃন্দ তাদের শান্ত করলে তারা সাতমাথা থেকে ফিরে গেলেও দোকান বন্ধ রাখেন। তবে আজিজ ম্যানসনের ওষুধ মাকের্ট খোলা ছিলো। ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালিয়ে মডার্ণ মেডিক্যাল, সেলিমা মেডিক্যাল ফাহি মেডিক্যাল ও আর কে মেডিক্যাল নামে ৪টি ফার্মেসী থেকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেন। এসব ওষুধের দোকানে অনুমোদন বিহীন ও চিকিৎসদের জন্য দেয়া নমুনা ওষুধ বিক্রি করা হচ্ছিল। অভিযান শেষে র্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, বুধবার বগুড়ার ৩টি ক্লিনিকে অভিযান চালিয়ে নানা অনিয়ম পাওয়া যাওয়ায় সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১