আপডেট : ০১ August ২০১৯
টাঙ্গাইলের সখীপুরে ধর্ষণ মামলায় কণ্ঠশিল্পী হারুন মাহমুদ কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পৌরসভার সৌখিনমোড় এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে স্বামী পরিত্যক্ত এক নারী তাকে একমাত্র আসামি করে সখীপুর থানায় ধর্ষণ মামলা করেন। পুলিশ জানিয়েছে, হারুন মাহমুদ কিশোরের মালিকানাধীন সকাল মিডিয়া ভিশন নামের একটি প্রতিষ্ঠানে কাজ করার সুবাদে মেয়েটির সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে মেয়েটির সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন কিশোর। পরে মেয়েটি বিয়ের জন্য চাপ দিলে কিশোর তাতে রাজি হননি। পরে বৃহস্পতিবার সকালে মেয়েটি বাদী হয়ে ধর্ষণ মালা করলে পুলিশ কিশোরকে গ্রেপ্তার করে। মেয়েটি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে কিশোর তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার উপ-পরিদর্শক ফয়সাল আহম্মেদ বলেন, ধর্ষণ মালায় কিশোরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১