আপডেট : ০১ August ২০১৯
ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিন গতকাল বুধবার কমলাপুর স্টেশনে তিলধারণের ঠাঁই ছিল না। ভিড় স্টেশন চত্বর ছাড়িয়ে বাইরে চলে যায়। সকাল থেকেই প্রতিটি কাউন্টারের সামনেই টিকিটপ্রত্যাশীদের দীর্ঘ লাইন দেখা যায়। মানুষের ভিড়ে পা ফেলানোর জায়গা ছিল না। মহাসড়কে যানজট এড়াতে যাত্রার জন্য বহু মানুষ ট্রেনকে বেছে নেওয়ায় টিকিটপ্রত্যাশীদের এমন ভিড় হয়েছে বলে জানান রেল কর্মকর্তারা। ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয় ২৯ জুলাই। প্রথম দিন ৭ আগস্টের ও পরদিন ৮ আগস্টের টিকিট দেওয়া হয়েছে। গতকাল দেওয়া হয় ৯ আগস্টের টিকিট। যাত্রীদের সুবিধার্থে ঈদুল ফিতরের মতো এবারো ঢাকায় পাঁচটি স্থান থেকে রেলের আগাম টিকিট বিক্রি হচ্ছে। স্থানগুলো হলো- কমলাপুর স্টেশন, বিমানবন্দর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়ীয়া স্টেশন। কমলাপুরের মতো এসব স্টেশনেও প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি হচ্ছে। টিকিটপ্রত্যাশীদের মধ্যে শৃঙ্খলা ধরে রাখতে কাজ করছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা। আছে রেলওয়ে পুলিশ, এপিবিএন ও র্যাব। অতিরিক্ত ভিড়ের কারণে প্ল্যাটফর্মে লাইন ঠিক রাখতে হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তাকর্মীদের। কমলাপুর স্টেশন ম্যানেজার আমিনুল ইসলাম রিপন জানান, ঈদের সময় মেইল, এক্সপ্রেস এবং লোকাল ট্রেন মিলিয়ে প্রতিদিন ৫৯ হাজার ৬৭৭টি টিকিট বিক্রি করা হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১