আপডেট : ৩১ July ২০১৯
কুমিল্লার চৌদ্দগ্রামে গরু বেঝাই ট্রাক উল্টে সড়কের পাশে ছিটকে গিয়ে তিন ব্যবসায়ী নিহত হয়েছে। দুর্ঘটনায় ট্রাকে থাকা ছয়টি গরুর মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকার হোটেল ভিটা ওয়ার্ল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন গরু ব্যবসায়ী হলেন- ঝিনাইদহ জেলার মহেশপুর এলাকার বাসিন্দা আতিয়ার রহমানের ছেলে খোকন মিয়া (৪০), একই এলাকার আমান উদ্দিনের ছেলে সামিউল ইসলাম (৪৫) এবং ওই এলাকার আনোয়ার হোসেন (৪২)। চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানায়, গরু বোঝাই একটি ট্রাক ঝিনাইদহ থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকার হোটেল ভিটা ওয়ার্ল্ডের সামনে এসে ট্রাকটি উল্টে গিয়ে সড়কের পাশে ছিটকে যায়। ট্রাকের উপরে থাকা তিন ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হয়। এ সময় ছয়টি গরু মারা যায়। আমরা দুর্ঘটনা কবলিত ট্রাকসহ আহতদের উদ্ধার করেছি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১