আপডেট : ২৯ July ২০১৯
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ঘাটে সি-বোট ভাড়া ১৫০ টাকার জায়গায় ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া বাস ভাড়া ৭০ টাকার জায়গায় ১০০ টাকা করার সিদ্ধান্ত হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় এ সভা শিমুলিয়াঘাটের বিআইডব্লিউটিসি’র সভাকক্ষে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, ঈদে শিমুলিয়া ঘাটে ২১ জেলার ঘরমুখো যাত্রীগুলো নিরাপদে, নির্বিঘ্নে পারাপারের লক্ষ্যে ঘাটটিতে পর্যাপ্ত সংখ্যক র্যা ব, পুলিশ, আনসার, সাদা পোশাকের পুলিশ , গোয়েন্দাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করবে। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম (বার), র্যা ব-১১ মুন্সীগঞ্জ ক্যাম্প কমান্ডার পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান, জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আসমা শাহীন প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১