আপডেট : ২৯ July ২০১৯
রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশে সফররত মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক চলছে। আজ সোমবার সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এ বৈঠক শুরু হয়। এ সময় বাংলাদেশের কর্মকর্তাদের নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কামরুল আহসান। মূলত জাতিসংঘের আগামী সাধারণ অধিবেশনের আগে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্যই এ বৈঠক হচ্ছে বলে জানা গেছে। গত শনিবার রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে ৩ দিনের বাংলাদেশ সফরে কক্সবাজার কুতুপালং যান মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। দুই দিন সেখানে অবস্থান করে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে কয়েকদফা বৈঠক করেন তারা। এ সময় তাদের কিভাবে ফিরিয়ে নেয়া যায়, সেসব বিষয়ে রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন মিয়ানমার প্রতিনিধি দল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১