আপডেট : ২৭ July ২০১৯
সাভারে পশ্চিম ব্যাংক কলোনি এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে রাজধানীর ধানমণ্ডির আইডিয়াল কলেজের তিন শিক্ষার্থী। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ তিন শিক্ষার্থী হলো সাভারের পশ্চিম ব্যাংক কলোনির আকাশ, ঢাকার আগারগাঁওয়ে ষাট ফুট এলাকার মেহেদি ও তালতলার রাজন। সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, সকালে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১২ জন শিক্ষার্থী সাভারের ব্যাংকটাউন এলাকায় ধলেশ্বরী নদীতে নৌভ্রমণে আসেন। পরে তারা ব্যাংকটাউন ব্রিজের পাশে ১২টার দিকে গোসল করতে নামে। এসময় তাদের মধ্যে তিন শিক্ষার্থী নিখোঁজ হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১