 
                        আপডেট : ২৫ July ২০১৯
 
                                
                                         কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক চেয়ারম্যান ও উপজলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৮ হাজার ৭৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী মাঈন উদ্দিন হাসান শাহেদ আনারস প্রতীক নিয়ে ৯ কেন্দ্রে ভোট পেয়েছেন ৯৫৩ ভোট। অন্য প্রার্থী ফরিদুল আলম মিন্টু মোটর সাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৯৫০ ভোট। উল্লেখ্য, গত উপজেলা পরিষদ নির্বাচনে গিয়াস উদ্দিন চৌধুরী উপজলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় তিনি ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। এ পদ শূন্য হওয়ায় আজ বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১