আপডেট : ২৪ July ২০১৯
‘চোরাবালি’, ‘গ্যাংস্টার রিটার্নস’ ও ‘দ্য স্টোরি অব সামারা’ ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে একজন মডেল হিসেবেই তুমুল জনপ্রিয় পিয়া জান্নাতুল। প্রায় দেড় মাসব্যাপী অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে মাইক্রোফোন হাতে নজর কেড়েছেন তিনি। বিশ্বকাপের মাঠ থেকে গাজী টিভির হয়ে উপস্থাপনা করেন পিয়া। সম্প্রতি যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন এই মডেল-উপস্থাপিকা। ফিরেই দীর্ঘদিন পর নতুন একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন পিয়া, যদিও এই ছবিতে তার অভিনয়ের কথা আগে থেকেই শোনা যাচ্ছিল। তবে সোমবার রাতেই অভিনয়ের জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিতে পিয়ার বিপরীতে অভিনয়ের সম্ভাবনা রয়েছে সিয়ামের। পরিচালনা করবেন রায়হান রাফি। জানা গেছে, ছবির গল্পটি ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে। সবকিছু ঠিক থাকলে আসছে সেপ্টেম্বরে ছবির শুটিং শুরু হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১