বাংলাদেশের খবর

আপডেট : ২৪ July ২০১৯

ইবি প্রক্টরিয়াল বডিতে তিন নতুন শিক্ষক


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রক্টরিয়াল বডিতে সহকারী প্রক্টর পদে নতুন তিন শিক্ষককে নিয়োগ দেয়া হয়েছে। পূর্বের তিন শিক্ষকের মেয়াদ শেষ হওয়ায় আগামী এক বছরের জন্য তাদের নিয়োগ দেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা হলেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. নাসিমুজ্জামান, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আরিফুল ইসলাম এবং ডেভেলপমেন্ট স্টাডিস বিভাগের প্রভাষক হাফিজুল ইসলাম।

মেয়াদ শেষ হওয়া বিদায়ী সহকারী প্রক্টররা হলেন, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান, বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শাম্মী আক্তার।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আনিছুর রহমান বলেন, ইতোপূর্বে প্রক্টরিয়াল বডির সদস্যরা অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। নতুন সদস্যরাও সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আমি মনে করি।

উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, আগের সহকারী প্রক্টরদের মেয়াদ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিভিন্ন বিভাগের নতুন তিন শিক্ষককে এ পদে নিয়োগ দেয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১