আপডেট : ২৩ July ২০১৯
সিরাজগঞ্জ স্ত্রী হত্যার দায়ে কামরুল ইসলাম (৪২) নামে ঘাতক এক স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুুুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মোঃ নাজির এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত কামরুল ইসলাম সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের বনবাড়িয়া গ্রামের আবুল হোসেন ডিলারের ছেলে। মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৮ সালে কামরুল ইসলামের সাথে সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লার আব্দুল আজিজের মেয়ে মুন্নী খাতুনের (৩২) বিয়ে হয়। বিয়ের সময় দুই লাখ টাকা যৌতুক দেয়া হয়। বিয়ের পর থেকে কামরুল ইসলাম যৌতুকের জন্য মুন্নীকে প্রায়ই নির্যাতন করতো। এরই জের ধরে ২০১২ সালের ১২ জুলাই তিন লাখ টাকা যৌতুক দাবী করে মুন্নীকে মারপিট করে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী কামরুল ইসলাম। এ ঘটনায় মুন্নী খাতুনের বড় বোন পারুল বেগম বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমান শেষে আদালত এ রায় প্রদান করেন। মামলার বাদী নিহতের বড় বোন পারুল বেগম এই রায়ের প্রতি সন্তুষ্ট প্রকাশ করে আসামীর দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করার দাবী জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১