বাংলাদেশের খবর

আপডেট : ২৩ July ২০১৯

গুজব ছড়িয়ে নারী হত্যার প্রতিবাদে জাবিতে মানবন্ধন


গুজব ছড়িয়ে রাজধানীর উত্তর বাড্ডায় তাসলিমা বেগম রেনু নামে এক নারীকে হত্যার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশ ভাস্কর্যের পাদদেশে অর্ধশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে ‘আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘সাম্প্রতিক সময়ে গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে গণপিটুনির মাধ্যমে মেরে ফেলা হচ্ছে। মানুষ কত অমানবিক। রাজধানীর উত্তর বাড্ডায় মা তার সন্তানকে স্কুলে ভর্তি করাতে আসলে ‘ছেলে ধরা’ গুজব ছড়িয়ে পিটিয়ে মেরে ফেলা হলো। এখনো দোষীদের শনাক্ত হয়নি’

শিক্ষার্থীরা আরও বলেন, এদের পেছনে কোনো চক্র কাজ করছে কিনা সেটা খতিয়ে দেখার জন্য আইন শৃঙ্খলা বাহীনির সদস্যদের কাছে জোর দাবি জানান তারা।’

মানববন্ধনে শিক্ষার্থীরা হত্যাকান্ডের সঙ্গে জড়িত এবং গুজব ছড়ানো ব্যক্তিদের শনাক্ত করে অতিদ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১