বাংলাদেশের খবর

আপডেট : ২২ July ২০১৯

মৌলভীবাজারে পানিতে ডুবে নিহত ১

পানিতে ডুবে নিহত প্রতীকী ছবি


মৌলভীবাজারের জুড়ীতে মাছ শিকার করতে গিয়ে সামাদ খাঁন (১৪) নামক এক কিশোর মৃত্যু হয়েছে।

গতকাল রোববার (২২ জুলাই) রাতে উপজেলায় মাছ শিকার করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

নিহত সামাদ জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামের বাসিন্দা আনোয়ার খাঁনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক অতিবৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলের কারণে হামিদপুর গ্রামের নিচু এলাকা তলিয়ে গেছে। গতকাল রোববার রাত নয়টার দিকে সামাদসহ স্থানীয় কয়েকজন শখের বশে সেই পানিতে মাছ ধরতে যায়। তারা পানিতে নেমে জাল টেনে মাছ ধরছিল। একপর্যায়ে সামাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে ওই রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়।

জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, পানিতে ডুবে কিশোর সামাদের মৃত্যু হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে জুড়ী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১