বাংলাদেশের খবর

আপডেট : ২২ July ২০১৯

প্রিয়া সাহার এনজিও থেকে ২৫ জনের পদত্যাগ


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মিথ্যা নালিশ দেওয়া প্রিয়া সাহার বেসরকারি উন্নয়ন সংস্থার (শারি) অর্থায়নে পরিচালিত সংখ্যালঘুদের মানবাধিকার সুরক্ষাবিষয়ক সংগঠন ‘সুরক্ষা’ এবং নাগরিক অধিকার ও মর্যাদা’র ‘সুনাম’ কমিটির ২৫ সদস্য পদত্যাগ করেছেন।

গতকাল রোববার দুপুরে পিরোজপুর সদর উপজেলা কমিটির সদস্যরা পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে একযোগে তারা পদত্যাগের ঘোষণা দেন।

পিরোজপুর সদর উপজেলা কমিটির ‘সুনাম’ সভাপতি মো. হাসিবুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তা বিশ্বের কাছে রোল মডেল হিসেবে বিবেচিত হয়। সেখানে প্রিয়া সাহা ওরফে প্রিয়া বালা বিশ্বাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক তথ্য দিয়ে বিশ্বদরবারে বাংলাদেশকে হেয়প্রতিপন্ন করেছে। এ বিষয়টি আমরা মনে করছি, দেশদ্রোহিতার শামিল। আমরা এ সময় প্রিয়া বালার বক্তব্য অসৎ উদ্দেশ্যপ্রণোদিত এবং সাম্প্রদায়িক সম্পর্ক নষ্টের উসকানিমূলক অপচেষ্টা ছাড়া আর কিছুই নয় বলে মনে করছি। এ ছাড়া আমরা বিভিন্ন সূত্রে ও সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জানতে পেরেছি প্রিয়া সাহার এই বক্তব্য তার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য।

তাই প্রিয়া সাহা ওরফে প্রিয়া বালা বিশ্বাসের পরিচালিত বেসরকারি উন্নয়ন সংস্থা ‘শারি’ পরিচালিত সংখ্যালঘুদের মানবাধিকার সুরক্ষাবিষয়ক একটি সংগঠন ‘সুরক্ষা’, নাগরিক অধিকার ও মর্যাদা ‘সুনাম’ পিরোজপুর সদর উপজেলা কমিটি থেকে আমরা কমিটির ২৫ জন সদস্য তার বক্তব্যের প্রতিবাদস্বরূপ কমিটি থেকে স্বেচ্ছায় সবাই পদত্যাগ করছি। এ সময় প্রিয়া সাহার বক্তব্য বিষয়ে দেশে তাকে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পিরোজপুর সদর উপজেলা সুনাম কমিটির সহসভাপতি তামিম সরদার, মানবাধিকারবিষয়ক সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন, সদস্য ওয়ালিউর রহমান রাফি, ফেরদৌস রহমান প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১