বাংলাদেশের খবর

আপডেট : ২২ July ২০১৯

বিবেচনায়  ওভার থ্রো নিয়ম


সদ্য সমাপ্ত ২০১৯ বিশ্বকাপ ফাইনালে সৃষ্ট বিতর্কের পর ‘ওভার থ্রো’ নিয়ম পুনঃপর্যালোচনার চিন্তা করছে ক্রিকেট আইন দেখভালের দায়িত্বে থাকা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।

দ্য টাইমস জানায়, এমসিসির আইন উপকমিটির আইনবিষয়ক পরবর্তী পর্যালোচনায় ‘ওভার থ্রো’ বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে। সদ্য সমাপ্ত বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের ফিল্ডার মার্টিন গাপটিলের ছুড়ে মারা বল রানের জন্য দৌড়াতে থাকা ইংলিশ ব্যাটসম্যান বেন স্টোকসের ব্যাটে লেগে বাউন্ডারি লাইন পেরিয়ে যায়। এরপরই বিষয়টি নতুন করে সবার নজরে এসেছে।

এ সময় দায়িত্বরত দুই আম্পায়ার কুমার ধর্মসেনা ও মারিস এরাসমাস ইংলিশ ব্যাটসম্যান স্টোকস ও তার পার্টনার আদিল রশিদের রান সম্পন্ন হয়েছে কি না, সেটি মাথায় না রেখেই পাঁচ রানের পরিবর্তে ছয় রানের সংকেত দেন। এর আগে ম্যাচ জয়ের জন্য ৩ বলে ৯ রানের প্রয়োজন ছিল ব্যাটিংয়ে থাকা ইংল্যান্ডের। কিন্তু ওই ঘটনার পর শেষ দুই বলে তাদের টার্গেট দাঁড়ায় মাত্র ৩ রান।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১