আপডেট : ২১ July ২০১৯
'পতিত মানবতায় কবিতা আবাদ' স্লোগানকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় আবৃত্তি সংগঠন 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ' আয়োজন করতে যাচ্ছে ২দিন ব্যাপী ৯ম আবৃত্তি উৎসব ২০১৯। আগামী ২৪ ও ২৫ জুলাই (বুধ ও বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে 'চবি আবৃত্তি মঞ্চ সম্মাননা'১৯ পাচ্ছেন প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন। একই সাথে তিনি অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন। আজ রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে উৎসব প্রস্তুতিমূলক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন রব্বানী। তিনি আরো জানান, উৎসব প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে চলবে দিনব্যাপী। প্রথম দিন সকাল সাড়ে ১০ টায় শুরু হবে শোভাযাত্রা। ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠান ও উৎসব প্রকাশনা 'কালান্তক'র মোড়ক। 'কালান্তক'র মোড়ক উন্মোচন করবেন শিল্পকলা একাডেমি পদকপ্রাপ্ত অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়। উৎসবে দ্বাবিংশ আবর্তনের প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র বিতরণ এবং একক আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। আবৃত্তি মঞ্চ'র প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মাছুম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ১ম দিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী। এছাড়া আমন্ত্রিত আবৃত্তিকার হিসেবে থাকবেন আবৃত্তিশিল্পী ডালিয়া আহমেদ সহ দেশের বিভিন্ন আবৃত্তিশিল্পীগণ। মঞ্চের শিল্পীদের পরিবেশনার পাশাপাশি থাকবে আমন্ত্রিত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা জেবুন নাহার শারমিন, সভাপতি মাসুম বিল্লাহ আরিফ, সহ-সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক দীপ্ত বিশ্বাস।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১