বাংলাদেশের খবর

আপডেট : ১৯ July ২০১৯

মনোহরদীতে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন শিল্পমন্ত্রীর

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন আজ নরসিংদীতে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন। ছবি : বাংলাদেশের খবর


নরসিংদীর মনোহরদীতে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

আজ শুক্রবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পগুলো উদ্বোধন করেন তিনি।

এ সময় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের যে উন্নয়ন হচ্ছে তারই ধারাবাহিকতায় ২৫ কোটি টাকা ব্যায়ে মনোহরদীর এসকল উন্নয়ন কাজ বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে শিক্ষা ও যোগাযোগ খাতে ব্যাপক ভূমিকা রাখবে।

উদ্বোধনকৃত কাজের মধ্যে সকালে তামাককান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন উদ্বোধন ও কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের নতুন ভবনের উদ্বোধন, দুপুরে পাড়াতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিকালে মনোহরদী সদর-ড্রেনের ঘাট সড়ক, চালাকচর জিসি শিমুলিয়া আর অ্যান্ড এইচ ভায়া চন্ডিতলা সড়ক এবং লেবুতলা সুইচ গেইট সাগারদীবাজার পর্যন্ত প্রশস্তকরণ ও মেরামত কাজের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষ্যে পৃথক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, সহকারী কমিশনার (ভূমি) আছ সাদিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী আবদুস সাদেক, চালাচকচর ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল মান্নান মুক্তু, বড়চাপা ইউনিয়নের চেয়ারম্যান উপাধ্যক্ষ এম সুলতান উদ্দিন, কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এমদাদুল হক আকন্দ, খিদিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুর রহমান জামিল, চন্দবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রউফ হিরণ, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক বজলুল হক বজলু ও বিডিজি মাগুরা গ্রুপের পরিচালক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১