আপডেট : ১৮ July ২০১৯
রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. রফিকুল আলম সম্প্রতি যোগদান করেছেন। দায়িত্ব গ্রহণের আগে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। এ ছাড়াও তিনি অগ্রণী ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে (বিডিবিএল) উপ-ব্যবস্থপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা সদরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। রফিকুল আলম ১৯৮৩ সালে সিনিয়র অফিসার হিসেবে অগ্রণী ব্যাংকে তার চাকরিজীবন শুরু করেন। সুদীর্ঘ চাকরিজীবনে তিনি শাখা ব্যবস্থাপক, অঞ্চল প্রধান, সার্কেল প্রধান ও বিভাগীয় প্রধান হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফ্রান্স-এ বিভিন্ন প্রশিক্ষন কর্মসূচিতেও অংশগ্রহণ করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ-এর একজন ডিপ্লোমেড অ্যাসোসিয়েটস (ডিএআইবিবি)। বিজ্ঞপ্তি
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১