বাংলাদেশের খবর

আপডেট : ১৮ July ২০১৯

মশা নিধন সপ্তাহ শুরু ২৫ জুলাই


ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের প্রাদুর্ভাব এবং মশার বংশবৃদ্ধি ঠেকাতে আগামী ২৫ থেকে ৩১ জুলাই দেশব্যাপী মশক নিধন সপ্তাহ পালন করবে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল বুধবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। তিনি জানান, এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। এ জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়াও ওষুধে ভেজাল রোধে দুই সিটি করপোরেশনের সঙ্গে বৈঠক হয়েছে। সিটি করপোরেশন যে ওষুধ ব্যবহার করছে সেগুলোর মানে কোনো ত্রুটি আছে কি না-তা আবার পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমি ইচ্ছা করলে এমন কোনো ওষুধ প্রয়োগ করতে পারি না, যেটা মশা মারতে গিয়ে মানুষের ক্ষতি হয়। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমাদের ওষুধের অনুমতি নিতে হয়। তারা যেটার অনুমোদন দেয় আমরা সেটা ব্যবহার করি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজিএইচএস) তথ্যানুসারে, গত জানুয়ারি থেকে ১৫ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ২৪৭ জন। এখন পর্যন্ত মারা গেছে তিনজন।

অন্যদিকে পাঁচ দিনব্যাপী ডিসি সম্মেলন গত রোববার শুরু হয়েছে। এবার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কে মোট ৩৩৩টি প্রস্তাব দিয়েছেন ডিসিরা। মন্ত্রী-সচিবদের উপস্থিতিতে এসব প্রস্তাব নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত হচ্ছে। পাঁচ দিনের এ সম্মেলনে মোট ২৯টি অধিবেশন হচ্ছে। এর মধ্যে ২৪টি কার্য অধিবেশন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১