বাংলাদেশের খবর

আপডেট : ১৬ July ২০১৯

রাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নতুন কমিটি


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিদম শাহরিয়ারকে আহ্বায়ক এবং ইংরেজি বিভাগের একই বর্ষের শিক্ষার্থী নাহিন আহমেদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় রাকসু ভবনে এই নতুন কমিটি ঘোষণা সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স।

আট সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন- চারুকলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল-আমিন, আরবি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রিফাত আরা সালমা সুমি, নাট্যকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মৃত্তিকা আবেদীন, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী জান্নাতুন নাইম কংকা, পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সাগর ও অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান।

এর আগে, বিশ্ববিদ্যালয় শাখার বিদায়ী সভাপতি লিটন দাসের সভাপতিত্বে কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সোহরাব হোসেন ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) রাজশাহী জেলা সমন্বয়ক আলতাফ হোসেন যুবরাজ প্রমুখ


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১