আপডেট : ১৫ July ২০১৯
সাভারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লা ফেলার ডাম্পিং স্টেশন থেকে অজ্ঞাত এক নারীর ছয় টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বলিয়াপুর এলাকার ওই ডাম্পিং স্টেশন থেকে লাশের টুকরোগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, প্রথমে মাথা ও হাত-পাবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে তল্লাশি চালিয়ে পৃথক স্থান থেকে মাথা ও হাত উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশের টুকরাগুলো পাঠানো হয়েছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই-তিন দিন আগে অজ্ঞাত ওই নারীকে ধারালো অস্ত্র দিয়ে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ ছয় টুকরো করা হয়। লাশের টুকরোগুলো পলিথিনে মুড়িয়ে ফ্রিজে রাখা হতে পারে জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন,পরে টুকরোগুলো গুম করার উদ্দেশ্যে রাজধানীর অভ্যন্তরে কোনো এক ময়লার স্তুপে ফেলে যায় অপরাধীরা। গভীররাতে সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির মাধ্যমে পলিথিনে মোড়ানো লাশের টুকরো বলিয়াপুরের এই ডাম্পিং স্টেশনে চলে আসতে পারে।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১