বাংলাদেশের খবর

আপডেট : ১৫ July ২০১৯

বিশ্বকাপের সেরা একাদশে সাকিব

সাকিব আল হাসান ফাইল ছবি


বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়ার দৌঁড়ে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের কারণে সেই পুরস্কার জেতা হয়নি তার।

তবে আইসিসির সেরা একাদশে ঠিকই জায়গা করে নিয়েছেন এবারের বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়া বাংলাদেশের টেস্ট ও টি২০ অধিনায়ক সাকিব। সাকিব ব্যাট হাতে ৬০৬ রান করার পাশাপাশি বল হাতেও শিকার করেন ১১ উইকেট।

সেরা একাদশে সর্বোচ্চ চারজন খেলোয়াড় জায়গা পেয়েছেন শিরোপাজয়ী ইংল্যান্ড দল থেকে। আইসিসির এই একাদশের অধিনায়ক করা হয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক ও ম্যান অব দা টুর্নামেন্ট কেন উইলিয়ামসনকে। নিউজিল্যান্ড থেকে আরও রয়েছেন লোকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

ভারত ও অস্ট্রেলিয়া থেকে আছেন দুজন করে। পাঁচজন পেসার রাখা হয়েছে এই একাদশে। একজন পেস অলরাউন্ডার এবং একজন স্পিন অলরাউন্ডার রয়েছেন।

বিশ্বকাপ একাদশ: জেসন রয়, রোহিত শর্মা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), জো রুট, সাকিব আল হাসান, বেন স্টোকস, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, জোফরা আর্চার, লোকি ফার্গুসন, জাসপ্রিত বুমরাহ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১