বাংলাদেশের খবর

আপডেট : ১৪ July ২০১৯

কালকিনিতে র‌্যাবের অভিযান

মাদক মামলার পলাতক আসামী গ্রেপ্তার

র‌্যাবের বিশেষ অভিযানে আটক মাদক মামলার পলাতক আসামী ইব্রাহিম শিকদার(২৫)। ছবি : বাংলাদেশের খবর


মাদারীপুরে র‌্যাবের বিশেষ আভিযানে আটক মাদক মামলার পলাতক আসামী ইব্রাহিম শিকদার(২৫)।

গতকাল শনিবার সন্ধায় মাদারীপুর জেলার কালকিনি থানাধীন কালকিনি মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আসামী ইব্রাহিম শিকদার কালকিনির সাহেবরামপুর গ্রামের মৃত আলাউদ্দিন শিকদারের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে শনিবার সন্ধায় মাদারীপুর জেলার কালকিনি থানাধীন কালকিনি মাছ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার পালাতক আসামী ইব্রাহিম শিকদার(২৫)কে গ্রেপ্তার করা হয়।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, আসামী ইব্রাহিম শিকদার একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার কালকিনি থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।

পরে আসামীকে মাদারীপুর জেলার কালকিনি থানায় হস্তান্তর করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১