আপডেট : ১৪ July ২০১৯
কুমিল্লার চৌদ্দগ্রামে মোটর সাইকেল আরোহী দুই যুবককে এক বোতল মদ বহনের সময় আটক করেছে বিজিবি। রোববার বিকেলে বিজিবি ১০ ব্যাটেলিয়ানের অতিরিক্ত পরিচালক আবদুল্লাহ আল ফারুকী তথ্যটি নিশ্চিত করেছেন। আটককৃতরা হচ্ছে-কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামের হারুন মিয়ার ছেলে মোঃ রাশেদ(২৪) ও আবদুল মালেকের ছেলে মাহফুজুর রহমান(৩২)। আবদুল্লাহ আল ফারুকী জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবের বাজার বিওপি ফাঁড়ির বিজিবি সদস্যরা সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে একটি মোটর সাইকেল ও এক বোতল মদসহ দুই যুবককে আটক করে। তাদেরকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক উদ্ধারে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলেও দাবি করেন তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১