বাংলাদেশের খবর

আপডেট : ১৪ July ২০১৯

পত্নীলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় আটক ১

শিশু ধর্ষণের চেষ্টা ছবি : বাংলাদেশের খবর


নওগাঁর পত্নীতলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আজহার আলী(৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ রবিবার (১৪ জুলাই) উপজেলার পত্নীতলায় ইউনিয়নের মহিমাপুর গ্রাম থেকে অভিযুক্তকে আটক করা হয়। পত্নীতলায় থানার এসআই সমেজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আটককৃত আজহার উপজেলার মহিমাপুর গ্রামের মৃত ছইমদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গতকাল সোমবার বিকেলে সম্পর্কে প্রতিবেশী দাদা আজহার আলী ওই শিশুকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি শিশুটির পরিবার জানতে পেয়ে থানায় অভিযোগ করে। সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়।

এসআই সমেজ আলী বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত আজহার আলীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। নির্যাতিতা শিশুর বাবা বাদী হয়ে ধর্ষণ চেষ্টাকারী আজহার আলীর বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১