আপডেট : ১৩ July ২০১৯
নাটোরের সিংড়া থেকে উদ্ধার হওয়া প্রায় ৫ কেজি ওজনের একটি কাছিম ডিসি পার্ক লেনে অবমুক্ত করা হয়। আজ শনিবার সকাল ১১টার দিকে নাটোরের অতিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফুন্নেছা কাছিমটি ডিসি পার্ক লেকে অবমুক্ত করেন। এসময় বন কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা জিল্লুর রহমান জানান, নাটোরের মোহাম্মাদ সুফি সান্টু নামে স্থানীয় এক গণমাধ্যম কর্মী সিংড়া উপজেলার পুঠিমারী গ্রামে মোক্তার আলী নামে এক কৃষকের বাড়ি থেকে থেকে উদ্ধার করেন। প্রায় ৫ কেজি ওজনের ওই কাছিমের বাংলা নাম সুন্দি কাছিম। যার ইংরেজী নাম Indian flap shelled Turtle বৈজ্ঞানিক নাম : Lissemys punctata এই কাছিম আর্বজনা ও সর্বভুক প্রাণী। জলজ উদ্ভিদ, ব্যঙ, ব্যাঙাচি, কাঁকড়া, ক্ষতিকর কীট পতঙ্গ ও পচা-মরা প্রাণী এদের খাদ্য। এরা নদীর পরিবেশকে সুস্থ রাখে। এরা খাদ্যশৃঙ্খলে ভুমিকা রাখে। এই কাচিম মারা নিষিদ্ধ রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১