আপডেট : ১৩ July ২০১৯
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় চলন্ত সিএনজি অটোরিকশার ওপর পাহাড় ধসে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- অতল বড়ুয়া (৫০) ও আচা মং মারমা (৪২)। রাঙ্গামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল জানিয়েছেন, রাউজানের বাগান দেখার জন্য একটি সিএনজি অটোরিকশা করে বাঙ্গাল হালিয়া থেকে যাওয়ার পথে রাইখালী-বাঙ্গাল হালিয়া সড়কের কারিগর পাড়ায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। বিজিবি,ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা উদ্ধার অভিযান পরিচালনা করছে। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নুরুল আলম জানিয়েছেন, রাইখালীর কারিগর পাড়ায় পাহাড় ধসে দুইজন নিহতের খবর আমার পেয়েছি। এদিকে টানা বর্ষণে চন্দ্রঘোনা-রাজস্থলী-বান্দরবন সড়ক বন্ধ রয়েছে। এছাড়া চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের দেপ্পাছড়ি, কলাবাগান, মুন্সি আব্দুর রউফ চত্বর এলাকায় নতুনভাবে পাহাড় ধসে মাটি পড়ে রাস্তার অধিকাংশ জায়গা চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। ছোটো যানবাহন ছাড়া বড় কোনো যানবাহন চলাচল করতে পারছে না বলে জানিয়েছেন ঘটনাস্থলে কর্মরত রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের উপ সহকারী প্রকৌশলী আবু মূছা। বৃষ্টি বন্ধ না হলে যে কোনো মূহুর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। এর আগে গত সোমবার জেলার কাপ্তাইয়ের কেপিএম কলাবাগান এলাকার মালি কলোনী পাহাড় ধসে সূর্য মল্লিক (৫) নামে এক শিশু ও তাহমিনা বেগম নামের এক নারী নিহত হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১