আপডেট : ১৩ July ২০১৯
দুর্নীতির কারণে যেন উন্নয়ন বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ ও সংস্থা প্রধানদের আরও ভালোভাবে নজর রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার মন্ত্রণালয়গুলোর সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এছাড়া সরকারি কাজে গতিশীলতা আনতে আরো সচেতন হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী । প্রধানমন্ত্রী বলেন, সারাদিন খেটে কাজ করে এখন যদি দুর্নীতির কারণে সব নষ্ট হয়ে যায়, সেটা সত্যিই খুব দুঃখজনক। কেউ ঘুষ নিলেই সে অপরাধী তা নয়, যে দেবে সে-ও অপরাধী। প্রধানমন্ত্রী আরো বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে যে কর্মসূচি বাস্তবায়ন করছি তাতে বিশ্বব্যাপী এই সমস্যা থাকলেও বাংলাদেশে আমরা সেটা নিয়ন্ত্রণ করতে পারছি। সেটা আমাদের ধরে রাখতে হবে। এর সাথে সাথে উন্নয়নটা যেন দুর্নীতির কারণে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেটা সবাইকে ভালোভাবে দেখতে হবে। আমলাদের উদ্দেশে তিনি বলেন, এটা আপনাদেরই নির্দেশনা দিতে হবে, যেন একেবারে নিম্নস্তর পর্যন্ত যারা কাজ করেন, তাদেরকেও এ ব্যাপারে সচেতন করতে হবে যে, এটা আমরা কখনোই বরদাস্ত করবো না।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১