বাংলাদেশের খবর

আপডেট : ১১ July ২০১৯

স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত, মেয়রকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের নোটিশ


স্ত্রী ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ায় ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

আজ বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে আইনজীবী তানজিম আল ইসলাম এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, ‘গত ২৯ জুন আমার স্ত্রী (নোটিশ দাতার স্ত্রী) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় এবং পাঁচদিন হাসপাতালে থেকে আংশিক সুস্থতা লাভ করেন।’

এতে আরও বলা হয়, ‘যেহেতু ডেঙ্গু জ্বরের ভাইরাসের বাহক এডিস মশা নিধনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পুরোপুরি ব্যর্থ, তাই এর দায়ভার তাদেরকেই নিতে হবে।’

ডিএসসিসি মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি ওই নোটিশে আগামী তিনদিনের মধ্যে খিলগাঁও ১ নং ওয়ার্ডে মশক নিধনে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।

অন্যথায় আইন অনুযায়ী যথাযথ ক্ষতিপূরণসহ অন্যান্য প্রতিকারের জন্য উচ্চ আদালতে দ্বারস্থ হওয়াসহ অন্যান্য আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১