আপডেট : ১১ July ২০১৯
আজ বৃহস্পতিবার রাত আটটা থেকে আগামীকাল শুক্রবার সকাল আটটা পর্যন্ত ঢাকার পশ্চিমাংশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে তিতাস গ্যাস। তিতাস গ্যাসের জরুরি মেরামতকাজের জন্য ঢাকার পশ্চিমাংশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শহরের পশ্চিমাংশের শ্যামলী, গাবতলী, ধানমন্ডি, জিগাতলা, লালবাগ, মিরপুর, মোহাম্মদপুর, হাজারীবাগ, কামরাঙ্গীরচর ও এর আশপাশের এলাকা, হেমায়েতপুর এবং সাভারে গ্যাস সরবরাহ বিঘ্নিত বা চাপজনিত সমস্যা থাকবে। আমিনবাজার সিটি গেট স্টেশনে (সিজিএস) জরুরি মেরামতের কারণে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১