বাংলাদেশের খবর

আপডেট : ১০ July ২০১৯

‘আত্রেয়ী’ নদীর বাঁধ নিয়ে ক্ষোভ প্রকাশ মমতার


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাটের ওপর দিয়ে বয়ে চলা ‘আত্রেয়ী’ নদীর ওপর বাংলাদেশে দেওয়া বাঁধ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশে বাঁধ দেওয়ার কারণেই আত্রেয়ী নদীর পানি শুকিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে গুরুত্ব দিয়ে আলোচনা করছে না বলেও দাবি করেন মমতা। গতকাল মঙ্গলবার রাজ্য বিধানসভার অধিবেশনে আত্রেয়ী নদীর পরিস্থিতি নিয়ে বিরোধী বিধায়কদের তোলা প্রশ্নের উত্তরে মমতা বলেন, বাংলাদেশ বাঁধ নির্মাণের কারণে দক্ষিণ দিনাজপুরের মানুষ খুবই দুর্ভোগের মধ্যে আছেন। রাজ্যের পক্ষ থেকে সবকিছু ভারতের কেন্দ্রীয় সরকারকে পাঠানো হয়েছে। কিন্তু কেন্দ্র বিষয়টি হালকাভাবে দেখছে।

বিষয়টি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নিজে কথা বলেন বলেও বিধানসভায় জানান মমতা।

উল্লেখ্য, বালুরঘাটের লাইফলাইন বলে পরিচিত আত্রেয়ী নদীর ওপর বাংলাদেশে বাঁধ নির্মাণের ফলে এই নদীর নাব্য কমে যাচ্ছে বলে দীর্ঘদিনের অভিযোগ বালুরঘাটের বাসিন্দাদের। ৪০০ কিলোমিটার দীর্ঘ এই নদীর পানিই কয়েক হাজার কৃষক ও মৎস্যজীবীর জীবন-জীবিকার প্রধান উৎস। কিন্তু সাম্প্রতিককালে বাঁধের কারণে পানিপ্রবাহের পরিমাণ অস্বাভাবিকভাবে কমে গেছে। এর পরই বিষয়টি নিয়ে একাধিকবার নিজের ক্ষোভ প্রকাশ করেছেন মমতা।

 

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১