আপডেট : ০৮ July ২০১৯
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তৃণমূল পর্যায়ের জনসাধারণের যোগাযোগ ব্যবস্থার এবং জীবনমানের উন্নয়নে গ্রাম ও শহরের দূরত্ব কমাতে ব্যাপক কর্মসূচী গ্রহণের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামীতে গ্রাম অঞ্চলের সব রাস্তাঘাট উন্নয়ন ঘটবে। আজ সোমবার দুপুর ১২টায় দিনাজপুর বিরল উপজেলার কাঞ্চন মোড়ে রাস্তা নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি একথাগুলো বলেন। ১ কোটি ৪ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে বিরল উপজেলার গনির মোড় হতে শ্রীকৃষ্ণপুর আশ্রয়ন প্রকল্প পর্যন্ত ১ দশমিক ৫ কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজ উদ্বোধন ও ফলক উন্মোচন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার তৃণমূল মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। মানুষের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের জনগনের সাথে ভালো ব্যবহার করতে হবে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগনকে সরকারের সঙ্গে কাজ করতে হবে। সরকার দিনাজপুর জেলাকে একটি মডেল জেলা হিসেবে উন্নীত করতে চায়। তারই ধারাবাহিকতায় জেলার কাহারোল উপজেলার দশমাইল থেকে দিনাজপুর শহরের লিলিমোড় হয়ে রামসাগর জাতীয় উদ্যান পর্যন্ত সড়ক ৪ লেনে উন্নীত করার কাজ হাতে নিয়েছে, যা অতি শিঘ্রই একনেকে পাশ করা হবে। সভায় জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহাফুজ্জামান আশরাফ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল লতিফ, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিক সাগর, উপজেলা নির্বাহী অফিসার এবিএম রওশন কবির, বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম গোলাম রসুল ও ৭নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেনসহ প্রমুখ।
পরে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১