আপডেট : ০৮ July ২০১৯
বগুড়ার শাজাহানপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৭ ডাকাতকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আমরুল ইউনিয়নের শাখাটিয়া ব্রীজ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের থেকে ডাকাতির জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি জব্দ করা হয়। আটককৃতরা হলো : মমিন শাহ(২৫), মশিউর রহমান মাসুম(৩৮), দেলোয়ার হোসেন(২৫), শফিকুল ইসলাম(২৮), মশিউর রহমান(৪২), শহিদুল ইসলাস(৩৪) ও রজব আলী(৪৪)। আটককৃতরা সবাই বগুড়ার ধুনট উপজেলার বাসিন্দা। শাজাহানপুর থানার ওসি মো. আজিম উদ্দিন সোমবার দুপুরে জানান, ডাকাতির প্রস্তুতিকালে শাখাটিয়া ব্রীজ এলাকা থেকে অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়েছে। এর আগে ওই স্থানে একাধিকবার ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তাদের হেফাজতে থাকা দুটি হাঁসুয়া উদ্ধার ও একটি সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১