আপডেট : ০৮ July ২০১৯
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার শেখ রাসেল স্টেডিয়ামের সামনে বিজয় হোসেন (১৯) নামের এক যুবককে অপহরন করার অভিযোগে আট ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশ সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। এ ঘটনায় আজ সোমবার ওই যুবকের মা বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানায়, সোনারগাঁ পৌরসভার গোয়ালদী গ্রামের গোলজার হোসেনের ছেলে বিজয় হোসেন শোভন পলিব্যাগ লিমিটেডে কোম্পানিতে কাজ করেন। কাজ শেষে বাড়ি ফেরাব পথে ছাপেরবন্ধ এলাকায় সেতুর উপর উঠলে সাদা রং এর পুরাতন হাইস (ঢাকা মেট্রো-ট ১১-৯২২৫) গাড়ি থেকে নেমে ফজলে রাব্বি ওরফে রাব্বি একটি ঠিকানা জানতে বিজয় হোসেন ডাক দেয়। বিজয় গাড়ির সামনে গেলে তাকে ধাক্কা দিয়ে গাড়িতে তুলে পালানোর চেষ্টা করে। এ সময় বিজয়ের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে গাড়িটির গতিরোধ করে অপহরকারীদের গণপিটুনি দিয়ে আটক করে রাখে। পরে খবর পেয়ে সোনারগাঁ থানার এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপহরন করার কাজে ব্যবহৃত গাড়ি সহ ফজলে রাব্বি ওরফে রাব্বি, হিমু, সজিব, ইয়াসিন, আরিফ, মেহেদী হাসান, রিয়াদ ও গাড়ি চালক ফজলুর হক ওরফে ফজল নামের আট জনকে আটক করে। সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, অপহরণের সঙ্গে জড়িত ৮ জনকে আদালতে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১