বাংলাদেশের খবর

আপডেট : ০৮ July ২০১৯

উপস্থাপনায় ফিরছেন রিচি সোলায়মান


স্বামী ও দুই সন্তান নিয়ে আমেরিকায় বসবাস করেন একসময়ের ব্যস্ত অভিনেত্রী রিচি সোলায়মান। মাঝে মধ্যে দেশে আসেন তিনি। বিশেষ করে ঈদের আগে তাকে দেখা যায় দেশে এসে অভিনয় করতে। এরই ধারাবাহিকতায় কোরবানি ঈদ সামনে রেখে দেশে ফিরলেন তিনি। গত ১৩ জুন তিনি সন্তানদের নিয়ে দেশে ফিরেছেন। এরই মধ্যে যোগ দিয়েছেন শুটিংয়ে। আসছে কোরবানি ঈদে বেশ কিছু নাটক-টেলিছবিতে দেখা মিলবে এই অভিনেত্রীর।

তবে এবার তিনি ক্যারিয়ারে নতুন এক পরিচয় যোগ করতে যাচ্ছেন। সেটি হলো উপস্থাপিকা রিচি। একটি ভিন্ন ঘরানার অনুষ্ঠানে তাকে উপস্থাপনা করতে দেখা যাবে। অনুষ্ঠানটির শুটিং চলছে এফডিসিতে। রিচি বলেন, ‘নতুন কিছু করতে সবসময়ই ভালো লাগে। উপস্থাপনা করার প্রস্তাব আগেও ছিল। কিন্তু নানা কারণে করা হয়ে ওঠেনি। ভালো লাগছে এবার ব্যাটে-বলে মিলে যাওয়ায় কাজটি করতে পেরে।’

নাটক নিয়ে না ভাবলেও চলচ্চিত্র নিয়ে তার বড় ধরনের পরিকল্পনা আছে জানিয়ে রিচি বলেন, ‘আমার ইচ্ছে আছে নিয়মিত চলচ্চিত্র নির্মাণ করার। কিন্তু এখনই নয়, আপাতত পরিকল্পনা করছি, চিত্রনাট্য সাজাচ্ছি। কমপক্ষে দুই বছর সময় নেব। এর মধ্যে চলচ্চিত্রের পরিবেশ আরো কিছুটা শান্ত হবে। কাজের পরিবেশ তৈরি হবে। তবে এখনই চলচ্চিত্রের নাম, বিষয়বস্তু, এমনকি পাত্র-পাত্রী চূড়ান্ত করিনি। আর কিছুদিন পরই বিস্তারিত জানাব।’

প্রযোজনার পাশাপাশি পরিচালনা করার ইচ্ছে আছে কী—জবাবে রিচি সোলায়মান জানান, ‘অভিনয় করতে গিয়ে দেখেছি, পরিচালনা কত কষ্টের কাজ। অনেক দিন ধরে অভিনয় করছি বলে পরিচালনা করতে হবে, তারও কোনো কারণ নেই। এ জন্য নাটক পরিচালনা নয়, শুধু অভিনয় আর প্রযোজনাতেই থাকতে চাই। যদিও আমার কাছে অভিনেত্রী পরিচয়টাই অনেক বড়, এ পরিচয়েই আমি সন্তুষ্ট।’

প্রসঙ্গত, নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান একাধারে বিজ্ঞাপন ও নাটকে কাজ করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে দেড় শতাধিক খণ্ড নাটকে দেখা গেছে তাকে। ৪০টিরও বেশি ধারাবাহিক নাটকে কাজ করেছেন তিনি। বড় পর্দায় রিচির অভিষেক ঘটে শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নীরব প্রেম’ সিনেমা দিয়ে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১