বাংলাদেশের খবর

আপডেট : ০৭ July ২০১৯

নদীর উপর ড্রাইভারশন করতে বাধা দেওয়ায় স্থানীয়কে পিটিয়ে আহত


নেত্রকোনার দুর্গাপুরে আত্রাইখালী নদীর উপর নদীর উপর ড্রাইভারশন করতে বাধা দেওয়ায় একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে কিছু ব্যবসায়ীর বিরুদ্ধে। আজ রোববার দুপুরে পৌর শহরের আত্রাইখালী নদীর ঘাটে এই ঘটনা ঘটে।

স্থানীরা জানায়, সুমন চন্দ্র সাহার নেতৃত্বে একটি দল আত্রাইখালী নদীর উপর বালু, পাথরবাহী ট্রাক চলাচলের জন্য ড্রাইভারশন নির্মাণ কাজ শুরু করার উদ্যোগ নেয়। আমরা টের পেয়ে ওই কাজে বাধা দিলে তারা স্থানীয় এক বাসিন্দা জাহাঙ্গীর আলমকে পিটিয়ে আহত করে।

আহত জাহাঙ্গীর আলম জানায়, এই মহল্লার আশপাশে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির থাকায় শিক্ষার্থী, মহল্লাবাসীর স্বার্থে এই আত্রাইখালী ব্রিজের পশ্চিম পাশে বালু পাথর বাহী ট্রাকের ট্রাক চলাচলের জন্য ড্রাইভারশন নির্মাণে বাধা দেই। নির্মাণ কাজে সহায়তাকারীদের মধ্যে কয়েকজন আমরা উপর অর্তকিত হামলা চালিয়ে মারাত্বক  জখম করে। নির্দেশকারী সুমন চন্দ্র সাহা লাকরীর ডাল দিয়ে আমায় মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, এই স্থান দিয়ে বালু পাথর বাহী ট্রাক চলাচলের কোনো পরিবেশ নাই।

তবে সুমন চন্দ্র সাহার সাথে মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দিয়ে সত্যতা পাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবো। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা যায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১