আপডেট : ০৭ July ২০১৯
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে বিপন্ন প্রজাতির একটি ডলফিন হত্যা করা হয়েছে। শনিবার রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া সাগরের উপকূলীয় বেড়ি বাঁধ সংলগ্ন এলাকায় ডলফিনটি হত্যা করে তেল সংগ্রহের জন্য গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। বিষয়টি জানার পর শনিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামীকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং মৃত ডলফিনটি মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন। উপজেলা নির্বাহী অফিসার বলেন, কিছু দুর্বৃত্ত তেল সংগ্রহের জন্য সাগর থেকে ডলফিন শিকার করে হত্যা করেছে। এই ঘটনায় জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহ চলছে। উপজেলা মৎস্য কর্মকর্তাকে জীববৈচিত্র আইন, ২০১৭ এর ৪১ ও ৪২ ধারা মোতাবেক নিয়মিত মামলা করার নির্দেশনা দেওয়া আইনে আছে, ডলফিন বা তিমি হত্যা করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা তিন লাখ টাকা জরিমানা করা হয়। একই অপরাধ পুনরায় করলে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা বা পাঁচ বছরের কারাদণ্ড। এছাড়া এসব প্রাণীর দেহের কোনো অংশ সংগ্রহ, দখল বা কেনাবেচা বা পরিবহন করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা করা হয়। একই অপরাধ পুনরায় করলে চার বছরের কারাদণ্ড বা দুই লাখ টাকা জরিমানা করার বিধান আইনে রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১