আপডেট : ০৬ July ২০১৯
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাক-পিকআপ সংঘর্ষে হেলপারসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চালকসহ আরো তিনজন। আজ শনিবার সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের উপজেলার বানিয়াগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, ভোরে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আমের খালি ঝুড়ি বোঝাই একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দেয়। এ সময় পিকআপ ভ্যানটি ট্রাকের পেছনের অংশে ঢুকে পড়ে আটকে যায়। এ সময় ঘটনাস্থলেই পিক-আপ ভ্যানের হেলপার ও ১জন ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যায়। পিকআপ ভ্যানে থাকা অপর ৩ জন আহত হয়। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১