আপডেট : ০৫ July ২০১৯
সাউথ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে শুরু উৎসবের। কিন্তু খুব কাছে গিয়েও নিউজিল্যান্ডের বিপক্ষে হার, শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়া, আর কয়েক ম্যাচে লড়াই, আস্তে আস্তে মলিন হওয়া শুরু স্বপ্নের। ভারতের কাছে হেরে তো নিভে গেছে শেষ আশাটুকুও। পাকিস্তানের কাছে ৯৪ রানে ম্যাচ হাতছাড়া করে শেষে বিষণ্ণতার ষোলোকলাই পূর্ণ বাংলাদেশের। সমীকরণের বিশাল মারপ্যাচ মাথায় নিয়ে ঐতিহাসিক লর্ডসে ৩১৫ রান তুলেছিল পাকিস্তান। এই রান তুলেও তাদের সেমির সবরকম সম্ভাবনাই শেষ। আর বাংলাদেশের স্বপ্ন তো আগেই ভেঙেছে। যেটা করা যেত তা হল, শেষটা জয়ে রাঙানো। কিন্তু শেষ স্বান্ত্বনাটুকুও পাওয়া হল না। ২২১ রানে অলআউট হয়ে আপাতত টেবিলের সাতে টাইগাররা। মাশরাফীর শেষ বিশ্বকাপ ম্যাচে মিলল বড় হারই।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১