বাংলাদেশের খবর

আপডেট : ০৫ July ২০১৯

চট্টগ্রামে ২৬টি খানকাহ ভাংচুরের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

চট্টগ্রামের রাউজানে ২৬ টি খানকাহ ভাংচুরের প্রতিবাদে শুক্রবার দুপুরে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে ছবি : বাংলাদেশের খবর


চট্টগ্রামের রাউজানে হামলা করে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ প্রতিষ্ঠিত তরিকতের ২৬ টি খানকাহ, শতাধিক বাড়িঘর সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন করেছে মুনিরীয়া যুব কমিটি বাংলাদেশ।

আজ শুক্রবার দুপুরে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন মুনিরীয়া যুব তবলীগ কমিটির কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যাপক মুহাম্মদ টিপু সুলতান, সাধারন সম্পাদক মু. আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক মু. সিদ্দিকৃর রহমান।

মানববন্ধনে বক্তারা এলাকার সাধারন মানুষের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, ভাংচুর লুটপাটের সঠিক তদন্ত দাবী করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

গত ১৭ এপ্রিল প্রভাবশালী কিছু ব্যক্তিদের ব্যক্তিগত শত্রুতার জের ধরে এই হামলার সূত্রপাত হয়। পরে এ হামলার ঘটনা গোটা রাউজানজুড়ে ছড়িয়ে পড়ে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১