আপডেট : ০৫ July ২০১৯
গাজীপুরের শ্রীপুরে অটো স্পিনিং মিলে অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে তিনি এ ঘোষণা দেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ তহবিল থেকে এ সহায়তা দেওয়া হবে। গত ২ জুলাই গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুরে অটো স্পিনিং মিলে অগ্নিকাণ্ডে ছয় শ্রমিক নিহত হন। এ সময় প্রতিমন্ত্রী অগ্নিদুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেন এবং তাদের পরিবারের সদস্যদের সমবেদনা জানান। সহায়তার বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কে এম আলী আজম বলেন, একজন শ্রমিকের মৃত্যু অপূরণীয় ক্ষতি। দুর্ঘটনায় নিহত-আহত শ্রমিকদের পাশে শ্রম মন্ত্রণালয় আছে, থাকবে সব সময়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাপরিদর্শক ইউসুফ হোসেন জানান, এরই মধ্যে নিহত শ্রমিকদের নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে। অগ্নিকাণ্ডের সময় ওই কারখানায় এক হাজার ২০০ শ্রমিক কাজ করছিলেন। আগুন লাগার পরপর ফায়ার অ্যালার্ম বেজে উঠলে সব শ্রমিক বেরিয়ে আসতে পারলেও আর কেউ ভেতরে আছে কি না দেখতে গিয়ে ওই ছয় শ্রমিক আর বের হতে পারেননি। তারা দগ্ধ হয়ে মারা যান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১