আপডেট : ০৪ July ২০১৯
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ফোন চার্জে দিয়ে ছেলের সঙ্গে কথা বলার সময় মোছা. মাবিয়া খাতুন (৩৫) নামে দুই সন্তানের জননীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে নন্দলালপুর ইউনিয়নের দুর্গাপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাবিয়া ওই গ্রামের মো. আব্দুল মান্নানের (মানু) স্ত্রী। মাবিয়ার ভাসুর কিতাব আলী জানান, সকালে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে মামুনের সাথে ফোন চার্জে দিয়ে কথা বলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় মাবিয়া। পরে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাবিয়াকে মৃত ঘোষণা করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১