আপডেট : ০৪ July ২০১৯
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিত্তি প্রস্তরের খোচিত সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর নাম ফলক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ২০১৮ সালের ৫ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের মাধ্যমিক শাখার নতুন ভবনের জন্য এই ভিত্তি প্রস্থর স্থাপন করেন এ উপাচার্য। নিরাপত্তা কর্মীদের বরাতে জানা যায়, গতকাল বুধবার গভীর রাতে একদল দুর্বৃত্ত এটি ভাঙচুর করে। এর আগে গত ২৭ জুন একদফা ভাঙচুরের চেষ্টা করা হয় বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র এ কমিটি গঠন করে দেন। এতে সহকারী প্রক্টর রেজাউল করিমকে আহবায়ক, সহকারী প্রক্টর হেলাল উদ্দিন আহম্মদকে সদস্য সচিব ও সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ রিপনকে সদস্য করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র বলেন, ঘটনার তদন্তে তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার দ্রুত সময়ের মধ্যে এটি পুনঃস্থাপনের নির্দেশ দিয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১