বাংলাদেশের খবর

আপডেট : ০২ July ২০১৯

কালিয়াকৈরে ‘বন্ধুকযুদ্ধে’ ১৭ মামলার আসামি নিহত


গাজীপুরের কালিয়াকৈরে ‘বন্দুকযুদ্ধে’ মো. লিয়ন সিদ্দিকী (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার সিনাবহ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, লিয়ন সিদ্দিকীর বিরুদ্ধে খুন,সন্ত্রাস,মাদক ও চাঁদাবাজিসহ ১৭টি মামলা রয়েছে। সে উপজেলার সফিপুর এলাকার শফিক উদ্দিন মাষ্টারের ছেলে। এতে পুলিশের ৫ সদস্য আহত হয়েছে। আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হযেছে।

থানা সূত্রে জানা যায়, লিয়নের বিরুদ্ধে গাজীপুরের জয়দেবপুর থানায় দায়ের করা হত্যা ও মাদক মামলায় সোমবার রাতে গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। তার দেওয়া তথ্য মতে, ওই রাতেই কালিয়াকৈর থানার এসআই মো. আতিকুর রহমান রাসেলের নেতৃত্বে একদল পুলিশ তাকে নিয়ে অস্ত্র এবং মাদক উদ্ধারে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। একপর্যায়ে পুলিশ উপজেলার সিনাবহ এলাকায় পৌঁছালে পূর্বথেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসী লিয়ন বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসী লিয়ন গুলিবিদ্ধ হয়।

এ সময় লিয়ন বাহিনী পালিয়ে গেলেও সেখান থেকে একটি পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এতে কালিয়াকৈর থানার এসআই আতিকুর রহমান রাসেল, এএসআই মো. ফারুক হোসেন, কনস্টেবল রুবেল আলম, কনস্টেবল আব্দুল গফুর ও কনস্টেবল মো. সাঈদ আহত হয়।

লিয়নকে আহত অবস্থায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষণা করেন।

আহত পুলিশ সদস্যদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি মো. আলমগীর হোসেন মজুমদার বলেন, তার বিরুদ্ধে খুন,সন্ত্রাস,মাদক ও চাঁদাবাজিসহ ১৭টি মামলা রয়েছে। নিহত লিয়নের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১