আপডেট : ০২ July ২০১৯
সৌম্য ও রুবেল দুই ভারতীয় ওপেনারকে ফেরানোর পর কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের জোড়া আঘাতে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। মঙ্গলবার এজবাস্টনে ৩৯তম ওভারের দ্বিতীয় বলে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও চতুর্থ বলে হার্ডিক পান্ডিয়াকে ফেরান মুস্তাফিজ। কোহলি ২৭ বলে ২৬ আর পান্ডিয়া ২ বল খেলে শূন্য রানেই প্যাভিলিয়নের পথ ধরেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ওভার শেষে ভারতের সংগ্রহ ২৫২ রান। ব্যাট করছেন ঋষভ পন্ত ও মহেন্দ্র সিং ধোনি। এর আগে তামিম ইকবালের হাতে জীবন পেয়ে শতক করা রোহিত শর্মাকে ফেরান সৌম্য সরকার। ইনিংসের ৩০তম ওভারের দ্বিতীয় বলে সৌম্যকে উড়িয়ে মারতে গিয়ে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন রোহিত। দুই ভারতীয় ওপেনারের কাছে যখন বাংলাদেশের মূল বোলারদের অসহায়ের মতো দেখাচ্ছিল, তখনই ভয়ঙ্কর হয়ে ওঠা রোহিতকে থামাতে সক্ষম হন সৌম্য। খেলার পঞ্চম ওভারে মুস্তাফিজুর রহমানের বলে মাত্র ৯ রানেই ফিরতে পারতেন রোহিত। কিন্তু মিডউইকেটে তামিম সহজ ক্যাচটি মিস করায় বড় খেসারত দিতে হয় বাংলাদেশকে। রোহিত প্যাভিলিয়নে ফেরার আগে ৫টি ছয় ও ৭টি চারের মারে ৯২ বলে ১০৪ রানের ইনিংস খেলেন। এ নিয়ে চলতি বিশ্বকাপে চারটি শতকের দেখা পেলেন ভারতীয় এ ওপেনার। অপরদিকে, চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত হওয়া সর্বোচ্চ ১৮০ রানের জুটি ভাঙার পর আর বেশি দূর এগুতে পারেননি আরেক ওপেনার লোকেশ রাহুল। ৯২ বলে ৭৭ রান করা রাহুলকে ফেরান রুবেল হোসেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১